• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শাহজালালে দুই কোটি টাকার ওষুধসহ আটক ১


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১১, ২০১৬, ০৩:১৩ এএম
শাহজালালে দুই কোটি টাকার ওষুধসহ আটক ১

সোনালীনিউজ ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কোটি টাকার ওষুধসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত ব্যক্তির নাম মো. ফয়সাল (২৯)। তার বাড়ি মাদারীপুর জেলায় বলে জানা গেছে।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার জানান, ঢাকা কাস্টমস হাউজের প্রিভিনটিব টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দু’টি ফ্লাইটে অভিযান চালিয়ে এসব ওষুধ আটক করা হয়েছে। ওষুধগুলো অবৈধভাবে আমদানী করা হয়েছে বলে জানান তিনি। আর ফ্লাইট দু’টি হচ্ছে, ফ্লাইট নং আরএক্স ৭৯২, এটি কলকাতা থেকে রবিবার বিকেল ৩টার দিকে অবতরণ করে।
এছাড়া, আরএক্স ৭৮৭ নম্বরের ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের সময় ব্যাংকক থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এ দু’টি ফ্লাইট থেকে ৩৬ পদের ওষুধ আটক করা হয়েছে। উদ্ধারকৃত ওষুধগুলোর দাম প্রায় দুই কোটি টাকা হবে বলে শহিদুজ্জামান সরকার জানিয়েছেন।

Wordbridge School
Link copied!