• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও ইন্টারকন্টিনেন্টালের মধ্যে চুক্তি


নিজস্ব প্রতিবেদক জুন ১২, ২০১৯, ০৬:৩৯ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও ইন্টারকন্টিনেন্টালের মধ্যে চুক্তি

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বুধবার (১২ জুন) শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম এবং ইন্টারকন্টিনেন্টালের মহা-ব্যবস্থাপক মার্ক রেসিনজার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্লাটিনাম ক্রেডিট কার্ড হোল্ডারগণ শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহার এবং আপ্যায়নের সুযোগ গ্রহণ করতে পারবেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এম. আখতার হোসেন, মিয়া কামরুল হাসান চৌধুরী ও ইমতিয়াজ ইউ. আহমেদ, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা সিমু, কোম্পানী সচিব মো. আবুল বাশার, ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ, কার্ড ডিভিশনের প্রধান মারুফুর রহমান খান, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, বাংলাদেশ এর মার্কেটিং ও বিজনেস প্রমোশনের পরিচালক শহিদুস সাদেকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!