• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহ্জালাল ব্যাংকের সঙ্গে হাবের সমঝোতা স্মারক স্বাক্ষরিত


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৩, ২০২০, ০২:৫৫ পিএম
শাহ্জালাল ব্যাংকের সঙ্গে হাবের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢাকা : বেসরকারী ব্যবস্থাপনায় পবিত্র হজ্জ ও ওমরাহ্ আদায়কারীগণের হজ্জ ও ওমরাহ নিবন্ধন-ফি জমাদানের সুবিধার্থে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও হজ্জ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

উক্ত সমঝোতা চুক্তির ফলে দেশব্যাপী শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৩২টি শাখা এবং ২টি উপ-শাখায় সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় হজ্জ ও ওমরায় গমণেচ্ছুগণ পবিত্র হজ্জ ও ওমরাহ্র নিবন্ধন-ফি জমা করতে পারবেন। 

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শহীদুল ইসলাম এবং হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাবের মহাসচিব ফারুক আহমদ সরদার, শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকান্দার, ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার ব্যবস্থাপক জনাব মাহমুদ হুসাইন, মতিঝিল শাখার ব্যবস্থাপক মো. এনামুল হক, বিজয়নগর শাখার ব্যবস্থাপক নাজির আহমেদ এবং ব্যাংকের মুরাক্বিব মাওলানা মো. ফরিদ উদ্দিন-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!