• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ও আল জামান এক্সচেঞ্জের মধ্যে চুক্তি


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০১৯, ০৫:০৯ পিএম
শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ও আল জামান এক্সচেঞ্জের মধ্যে চুক্তি

ছবি : সোনালীনিউজ

ঢাকা : শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও আল জামান এক্সচেঞ্জের ডব্লিউ এল এল কাতারের সঙ্গে রেমিট্যান্স বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। রোববার (৩ মার্চ) রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ আয়োজন করা হয়।

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম ও আল জামান এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার আনোয়ার সাদাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তির আওতায় এখন থেকে কাতার প্রবাসী বাংলাদেশীগণ তাদের উপার্জিত অর্থ দ্রুত, সহজে ও নিরাপদে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের সকল শাখার মাধ্যমে তাদের আপনজনদের/সুবিধাভোগীদের নিকট প্রেরণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, আল জামান এক্সচেঞ্জের অপারেশন ম্যানেজার জুবায়ের আব্দুল রাহিমান ও ফরেক্স ম্যানেজার আদর্শ সেনাভাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!