• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের তত্ত্বাবধানে স্কুল ব্যাংকিং কনফারেন্স


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০১৮, ০৭:৫২ পিএম
শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের তত্ত্বাবধানে স্কুল ব্যাংকিং কনফারেন্স

ঢাকা : ‘এসো সঞ্চয় করি, সোনার বাংলাদেশ গড়ি’- এই প্রত্যয় নিয়ে লীড ব্যাংকিং পদ্ধতিতে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের তত্ত্বাবধানে সম্প্রতি লক্ষ্মীপুর জেলায় ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৮’ অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলার পৌর মিলনায়তনে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মো. রেজাউল করিম সরকার, উপ-মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ ইকবাল চৌধুরী ও পিনাক রঞ্জন সরকার, উপ-পরিচালক, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় উপস্থিত ছিলেন।

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বিজিনেস ডেভেলপমেন্ট ও মার্কেটিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট আমীর উদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!