• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিংনগর সীমান্তে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০৫:৫৫ পিএম
শিংনগর সীমান্তে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর

 

চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত এলাকা দিয়ে এক ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। মৃত ভারতীয় নাগরিক মুর্শিদাবাদ জেলার বৈঞ্চবনগর উপজেলার শোভাপুর এলাকার পাওদেওনাপুর গ্রামের জোহাক কমার ছেলে মতিউর রহমান (৩৫)।

৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় জানিয়েছেন, বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৪/৫-১ এস হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় ভারতীয় নাগরিক মতিউরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সোমবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

পরে ভারতের ৩৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করা হলে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সীমান্ত পিলার ১৭০/১-এস এর নিকট শূন্য লাইনে দৌলতপুর বিএসএফ ক্যাম্প ও শিংনগর বিওপির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশি পুলিশ কর্তৃক ভারতীয় পুলিশের নিকট মতিউরের মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় উভয় দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!