• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার করোনায় আক্রান্ত


গফরগাঁও প্রতিনিধি জুলাই ৬, ২০২০, ১১:৪২ এএম
শিক্ষা কর্মকর্তা  সালমা আক্তার করোনায় আক্রান্ত

গফরগাঁওয়ে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সালমা আক্তা

ঢাকা : ময়মনসিংহের গফরগাঁওয়ে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। রোববার (৫ জুলাই) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক এ তথ্য জানিয়েছেন। 

এনিয়ে গফরগাঁওয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়েছেন ৪৫ জন ও মৃত্যুবরণ করেছেন একজন।

জানা যায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা সালমা আক্তারের করোনার উপসর্গ দেখা দিলে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তিনি নমুনা দেন। ওই দিন উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ আরও ৬টি নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। প্রাপ্ত পরীক্ষার ফলাফলে উপজেলা শিক্ষা কর্মকর্তা সালমা আক্তারেরই ফলাফল পজেটিভ আসে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখা ও কান্দিপাড়া শাখার নেতৃবৃন্দ শিক্ষা কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার বলেন, আমাকে অফিসের কাজ ছাড়াও মাঠ পর্যায়ে সরকারের কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করতে হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শমতো স্বাস্থ্যবিধি অনুসরণ করছি।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!