• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে সড়কে শিক্ষকরা


নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০১৯, ০৫:৪৪ পিএম
শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে সড়কে শিক্ষকরা

ঢাকা: এমপিওভুক্তির দাবিতে চতুর্থ দিনের মতো শুক্রবার (২২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষকরা। এ সময় তারা এমপিওভুক্তির দাবিতে বিক্ষোভ করেন। দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

যে শিক্ষকদের থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষকই এখন সড়কে। আন্দোলন করছেন নিজের অধিকার আদায়ে। শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করণের দাবিতে গত ১৯ মার্চ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা।

এদিকে বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ২টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আন্দোলনরত বগুড়ার এক শিক্ষক।

একজন শিক্ষক বলেন, আমরা বেতন, ভাতা পাচ্ছি না। শিক্ষকতা করেও আমরা এসব থেকে বঞ্চিত। আমাদের শিক্ষার্থী আছে, তাদের আমরা শিক্ষা দেই কিন্তু আমাদের কোন বেতন নেই।

আরো একজন বলেন, আমরা মশার কামড় ও অন্যান্য অসুবিধার মধ্যেও এখানে দাবির আশায় পড়ে রয়েছি।

বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা জানান, বেতন ছাড়া তাদের মানবেতর জীবন যাপনের কথা।

আন্দোলনরত একজন শিক্ষক বলেন, আমাদেরও সন্তান আছে,তাদের মেধা আছে। কিন্তু টাকা-পয়সার অভাবে তাদের আমরা শিক্ষা দিতে পারছি না।

আরো একজন বলেন, আমরা অনেক মানবেতর জীবন-যাপন করছি। তাই সরকারের কাছে অনুরোধ আমাদের দাবি মেনে নেয়া হোক।

এর আগেও একই দাবিতে গত বছরের জুলাইয়ে অনশন করেন নন এমপিও শিক্ষকরা। পরে সরকারের আশ্বাসে ঘরে ফিরে গেলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে আবারো আন্দোলন শুরু করেন বিভিন্ন জেলার নন এমপিও শিক্ষকরা

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!