• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের পাশে ভিপি নূর


নিজস্ব প্রতিবেদক মার্চ ২০, ২০১৯, ০৩:০৫ পিএম
শিক্ষার্থীদের পাশে ভিপি নূর

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করা শিক্ষার্থীদের সাথে একাত্বতা ঘোষণা করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড়ে আসেন নূর।

পরে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেখেছেন এর আগে রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। ওই সময় রাষ্ট্র সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আমরা আজকের মধ্যেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।

নূর বলেন, আজকের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক দাবি। আমরা এর সাথে একাত্মতা পোষণ করছি। এই বাংলার ছাত্রসমাজ কোন অন্যায় করেনি। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী সাধারণ শিক্ষার্থীরা পাশে ছিল থাকবে।

শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে পৃথিবীর কোন শক্তি আমাদের দাবিয়ে রাখতে পারবে না। এর আগে নিরাপদ সড়ক আন্দোলনে অভিভাবকরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল। রাষ্ট্র অভিভাবকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। ইডেন কলেজের এক শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই

নূর বলেন, ‘রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের ওপর আমার অনুরোধ ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিয়ে এসব দাবির দ্রুত বাস্তবায়ন করেন। এতে প্রধানমন্ত্রীর কার্যকর ভূমিকা চাই।’

এর আগে বুধবার (২০ মার্চ) সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষাথীরা। এতে বন্ধ হয়ে গেছে ওই এলাকার যান চলাচল।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!