• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচীতে পুলিশের বাধা


শরীয়তপুর প্রতিনিধি আগস্ট ৪, ২০১৮, ০৭:৪১ পিএম
শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচীতে পুলিশের বাধা

শরীয়তপুর : নিরাপদ সড়কের দাবিতে শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচীতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ।
শনিবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনে শরীয়তপুর-ঢাকা সড়কে মানববন্ধনে দাঁড়াতে যাওয়ার সময় পুলিশের বাধায় শুরুতে তাদের কর্মসূচি পন্ডহয়ে যায়।

পরে পুলিশ শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচী বাদ দিয়ে ক্লাস করার পরামর্শ দেন। এখন শিক্ষার্থীদের পাহারায় রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরে বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর শহরের পালং স্কুল সড়কে ‘নিরাপদ সড়ক চাই, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ, আন্দোলন করে আমরা দোষী হলে দোষী প্রিয় বঙ্গবন্ধু- কারণ আন্দোলন তিনিই শিখিয়েছেন, মন্ত্রী হাসেন দাতল হাসি চগ আছেন ধ্যানে স্বদেশ আমার যাচ্ছে পিষে সাধের পিকাপ ভ্যান, WE DEMAND SAFE ROAD,  WE WANT JUSTICE সহ বিভিন্ন ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে । তখন  পালং মডেল থানা পুলিশ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে বিক্ষোভ পন্ড করে দেয়।

এ সময় প্রকাশ, মাসুম, সাইফুলসহ শিক্ষার্থীরা বলেন, নিরাপদ সড়কের দাবীতে আমরা বিক্ষোভে নেমেছি। কিন্তু পুলিশ এসে আমাদের বাধা দিচ্ছে। আর কখনো যেন গাড়ির চাপায় পড়ে আমাদের সহপাঠি বন্ধুরা মারা না যায়। সে জন্যই সড়কে নেমেছি।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীতো শিক্ষার্থীদের সব দাবী মেনে নিয়েছেন। তবে আন্দোলনের প্রয়োজন কি? যারা বিষয়টি বুজেছে তারা আন্দোলন করে না। যারা না বুঝেছে তারাই আন্দোলন করছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!