• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিগগিরই রানে ফেরার প্রত্যয় তামিমের (ভিডিও)


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০১৯, ০৬:১৪ পিএম
শিগগিরই রানে ফেরার প্রত্যয় তামিমের (ভিডিও)

ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় এক যুগ ধরে বাংলাদেশের জার্সিতে বাইশগজ মাতিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। চোট দেশসেরা এই ওপেনারকে অনেকবার থামাতে চেষ্টা করেছে। কিন্তু অদম্য তামিমকে আটকাতে পারেনি। বরং আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক মাররকুটে এই ব্যাটসম্যান। দিন যতই গড়াচ্ছে ততই ধারাল হচ্ছে তার ব্যাট। কিন্তু কিভাবে? তা নিজেই জানালেন তামিম।  

দেশের শীর্ষস্থানীয় একটি বেসরকারি টেলিভিশনকে তিনি বলেন, ‌‘শেষ তিন-চার বছর ধরে আমি ফিটনেসের প্রতি যতটা সচেতন হয়েছি, তাতে অনেক উপকার হয়েছে। সব সময় ভাল করে খেলতে হবে। অন্য কোন খেলোয়াড় সব সময় আপনাকে ফলো করবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক রেকর্ড গড়েছেন তামিম ইকবাল। ওপেনার হিসেবে রান সংখ্যায় অনেক কিংবদন্তীকেই পেছনে ফেলেছেন। যে গতিতে এগোচ্ছেন, তাতে শিগগিরই  গাভাস্কার, কার্স্টেন, গ্রিজিনদের মতো তারকাদেরও পেছনে ফেলবেন বাংলাদেশের সেরা ওপেনার।

তবে রেকর্ড নিয়ে বেশি মাতামাতি করতে চান না তামিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রেকর্ড ভাঙছি, বা ব্যাটসম্যানদের পেছনে ফেলেছি, এসব আমাকে সত্যিই কিছু ভাবায়ই না। আমার কাছে মনে হয় একটা দায়িত্ব দেয়া হয়েছে, এভাবে করে ব্যাটিং করতে হবে...আমি এগুলোই মাথাই রাখি।’

গত বারের মতো এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে বিপিএল খেলছেন তামিম ইকবাল। এবার এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩ জয় পাওয়া কুমিল্লা দল নিয়ে আশাবাদী এই ওপেনার। এ নিয়ে তামিম বলেন, ‘মাশরাফি ভাইয়ের কথাই চিন্তা করেন, উনি একাই চারবার চ্যাম্পিয়ন। সাকিব হয়েছে, ফাইনালও খেলেছে। এখানে ভালো না করার কোন কারণ নেই। মাঠে আমাদের ভাল খেলতে হবে।’

ভিডিও:

বিপিএলে খুব একটা ছন্দে না থাকলেও, শিগগিরই রানে ফেরার প্রত্যয় তামিমের।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!