• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঘনকুয়াশার কারণে

শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল বন্ধ


মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ জানুয়ারি ২৩, ২০১৯, ০৯:৫৮ এএম
শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল বন্ধ

মুন্সিগঞ্জ: ঘনকুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে নোঙ্গর করা আছে ৬টি ফেরি। ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় আটকে আছে ছোট বড় প্রায় ১০০ যানবাহন।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, ঘন কুয়াশার কারণে দিক নির্দেশক-সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসে। চালকরা নদীর মাঝপথে ফেরি নোঙ্গর করে রাখতে বাধ্য হয়।

দুর্ঘটনা এড়াতে রাত ভোর সাড়ে ৫ টা থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান ঘাট ব্যবস্থাপক।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!