• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ


মুন্সীগঞ্জ প্রতিনিধি জুলাই ১, ২০২০, ১১:২৪ এএম
শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের বিকল্প চ্যানেলে একটি ফেরি আটকে যাওয়ার ফেরি সার্ভিস বন্ধ রয়েছে এই রুটে।

মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৭ টায় ডুবোচরে ফেরি জাহাঙ্গীর আটকে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। যা এখন পর্যন্ত বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) প্রফুল্ল চোহান জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের যে বিকল্প চ্যানেলটি দিয়ে ফেরি চলাচল করতো গত রাতে ডুবোচরে জাহাঙ্গীর নামের ফেরিটি আটকে যায়। পরবর্তীতে ফেরিটিকে উদ্ধারের কাজ চললেও এখনো তা উদ্ধার করা সম্ভব হয় নি। 

তিনি আরো জানান, এই নৌরুটে ছোটবড় ১৬ টি ফেরি রয়েছে। বর্তমানে ঘাট এলাকায় প্রায় সাড়ে ৭শত যানবাহন রয়েছে পারের অপেক্ষায়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন ম্যানেজার আহমেদ আলী জানান, উজান থেকে ধেয়ে আসছে পানি। ফুঁসে উঠছে পদ্মা। সেই সাথে তীব্র স্রোতে ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। 

স্রোতের প্রতিকূলে ফেরিগুলো প্রতিযোগিতায় টিকতে পারছিলনা। ৩টি রো রো, ৩টি কে টাইপ ও ১টি মিডিয়ারসহ সর্বমোট ৭টি ফেরি দিয়ে গতকাল নৌরুট সচল রাখা হয়েছিল। এসকল ফেরিগুলোও চলছিল ঝুঁকি নিয়ে। স্রোতের টান ফেরিগুলোকে কয়েক কি. মি. ভাটিতে নিয়ে যাচ্ছিল অনেক সময়। ফেরিগুলো উজানে উঠে তারপর চ্যানেলে প্রবেশ করছিল।

সোনালীনিউজ/এমএএস/এসআই

Wordbridge School
Link copied!