• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিয়ালমারা সীমান্তে ইয়াবাসহ ভারতীয় ট্রাক চালক আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৬:৪৬ পিএম
শিয়ালমারা সীমান্তে ইয়াবাসহ ভারতীয় ট্রাক চালক আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য বহনের দায়ে একজন ভারতীয় ট্রাক চালক এবং তার সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটায়িনের সদস্যরা। অভিযানে ১৭৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক ট্রাক চালক ভারতের মালদাহ জেলার সদর উপজেলার মালদাহ এলাকার রামগলী গ্রামের মৃত সুধির ঘোষের ছেলে কমল ঘোষ (২০) এবং তার সহযোগী একই উপজেলা ও
এলাকার ফুলবাড়ী গ্রামেরমোঃ সৈবর শেখের ছেলে শুকুর উদ্দিন (১৮)।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান ইয়াবাসহ ভারতীয় ট্রাক চালক আটকের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, ট্রাকে করে মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির নায়েক অজয় কুমারের নেতৃত্বে একটি টহল দল বুধবার দিবাগত রাত সাড়ে ৮টায় সীমান্ত পিলার ১৮৬/৩-এস হতে ৫শত গজ বাংলাদেশের অভ্যন্তরে পানামা ৫নং গেটে একটি ভারতীয়
পাথর বোঝাই ট্রাক তল্লাশী করে। 

এ সময় চালকের কেবিনে লুকানো অবস্থায় ১৭৬০ পিস ইয়াবা জব্দ করা হয় এবং ট্রাকের চালক কমল ঘোষ ও তার সহযোগী শুকুর উদ্দিনকে আটক করা হয়। পরে মালামালসহ ধৃত আসামীদেরকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!