• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শুধু হিরো-হিরোইন নয়, শাকিব ও আফসারী’র জুটিও বেশি লাকি


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০১৯, ০৪:৪২ পিএম
শুধু হিরো-হিরোইন নয়, শাকিব ও আফসারী’র জুটিও বেশি লাকি

শাকিব- মালেক আফসারী

ঢাকা: লোকে বলে শাকিব খান’ কে নিয়ে ছবি বানাবো না বলে, আবার কেন বানাচ্ছি? উত্তর সহজে দিতে চাই। ওই সময়টা ছিলো ‘অন্তর জ্বালা’ ছবির রিলিজের কাছাকাছি সময়।

জায়েদ খান’ কে আলোচনায় আনার জন্য শাকিব খান’কে জড়িয়েছি বিভিন্ন স্ট্যাটাস দিয়ে। তখন নির্বাচন চলছিলো। শাকিব খান বেকার’দের বেকার বলে দ্বন্দ্বে জড়িয়ে যায়।  আমি’ও ভেল্কিবাজিতে জড়িয়ে যাই আমার ছবিকে আলোচনায় আনার ইচ্ছায়।

‘অন্তর জ্বালা’ রিলিজের আগেই আলোচনায় আসে এবং প্রায় ১৬০ টি সিনেমা হলে রিলিজ হয়। আমার ছবি আমার সন্তান। সন্তান বাঁচাতে গিয়ে ন্যায়-অন্যায় বিচার করা বোকামি।

তারপর ৭/৮ মাস অপেক্ষা। ফিরে আসার অপেক্ষা। মনে মনে প্রতিজ্ঞা করলাম যদি সিনেমায় ফিরি শাকিব খান’কে নিয়ে ফিরবো। আমার প্রচণ্ড বিশ্বাস ছিলো খান সাহেব আমাকে ডাকবেন। ‘ঠেকাও মাস্তান’, ‘হীরা চুনি পান্না’, ‘মনের জ্বালা’, ‘ফুল এন্ড ফাইনাল’ আমরা এক সাথে কাজ করেছি।

হিরো আমাকে ভালো করে জানে। আমি’ও হিরো’কে বুঝি। তাই মন বলছিলো সব ভুলে আমরা আবার এক সাথে কাজ করতে পারবো।

অপেক্ষার শেষে এসে আজ সব বাস্তব। শুধু হিরো-হিরোইনের জুটি নয়, শাকিব খান ও মালেক আফসারী’র জুটিও অনেক লাকি। কারণ আমাদের আগের ছবিগুলো সুপার হিট।

রাত ১০ টায়... শাকিব খানের আলিশান অফিস থেকে ফিরার সময় হিরো কানে কানে বলে দিলো রিলিজ ডেট। গাড়িতে উঠে প্রযোজক ইকবাল সাহেবকে বললাম, আপনার জন্যই শাকিব খান'কে ফিরে পেয়েছি। ধন্যবাদ দোস্ত কথা রাখার জন্য।

(নির্মাতা আফসারীর ফেসবুক থেকে সংগৃহীত)

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!