• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শুভ জন্মাষ্টমী আজ


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২, ২০১৮, ০৯:৫১ এএম
শুভ জন্মাষ্টমী আজ

ঢাকা: মহাঅবতার শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি আজ। পূজা, আরাধনা, আনন্দ শোভাযাত্রার বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে চলছে শ্রীকৃষ্ণের আবাহন। শরণাগতদের পরিত্রাণ আর আর ঔদ্ধত্যদের সংহার করে পৃথিবীর স্থিতি রক্ষা, শান্তি আর সম্প্রীতিতে ভরিয়ে তোলার প্রার্থনা ভক্তদের।

পুণ্যতিথি মহাঅস্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। দুষ্টের দমন শিষ্টের পালন করলেও কখনো তিনি বংশীধারী মদনমোহন । জীবনের মর্মে যিনি শেখান মনুষ্যত্বের ধর্ম, কর্মে চেনান সত্যের প্রকাশ আবার সৃষ্টি স্থিতি প্রলয়ের যুগসন্ধিক্ষণ। যুগ যুগ ধরে তাই সত্য প্রেম আর সুন্দরের মধ্য দিয়েই সনাতন ধর্মাবলম্বীরা আবাহন করেন দ্বাপর যুগের অবতার শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণকে।

মঙ্গলআরোতির আলোকচ্ছটা, পদাবলী কীর্তনের সুর , আর আনন্দ শোভাযাত্রায় কৃষ্ণ কৃষ্ণ নাম সংকীর্তনে মাতোয়ারা ভক্তরা।

পুণ্যতিথির এ আনন্দেযজ্ঞে রাজধানীতে দিনব্যাপী নানা আয়োজনে ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

দু:খ জরা ব্যাধি থেকে মুক্ত হোক জীবন, শুদ্ধ হোক অন্তর আত্মা, অপার্থিব আনন্দলোকের মঙ্গলধ্বনিতে স্নাত হোক পৃথিবী এমনটাই প্রার্থনা ভক্তদের।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!