• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনাকে কি বোঝাচ্ছেন শচীন টেন্ডুলকার


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২২, ২০১৯, ০২:২৫ পিএম
শেখ হাসিনাকে কি বোঝাচ্ছেন শচীন টেন্ডুলকার

ঢাকা: মাঠে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে ভিভিআইপি বক্সে খেলা দেখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এক পাশে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এবং আরেক পাশে ছিলেন ভারতের মাষ্টারব্লাষ্টার শচীন টেন্ডুলকার।  তখন ইমরুল কায়েস ও সাদমান ইসলাম।  সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হাত নেড়ে নেড়ে কী একটা বোঝাচ্ছেন শচীন।  

সেই দৃশ্য ঠিকই ধরা পড়েছে ক্যামেরায়।  ধারাভাষ্যকাররাও বলছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কিছু একটা বোঝাচ্ছেন শচীন।

গোলাপি বলের টেস্ট ম্যাচের জন্য ইডেন গার্ডেন্সের ঘণ্টাকেও সাজানো হয়েছে বিশেষভাবে।  সেই ঘণ্টা বাজানোর দায়িত্বেও ছিলেন বিশেষ দুজন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘণ্টা বাজিয়ে ছড়িয়ে দিলেন টেস্ট শুরুর বার্তা। দুইজনের পাশে ছিলেন ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দুই প্রধান সৌরভ গাঙ্গুলি ও নাজমুল হাসান।

তার আগে দুই দলের সঙ্গে পরিচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছু সময় কথা বলতেও দেখা গেল তাকে।

সোনালীনিউজ/আরআইবি/এএস

Wordbridge School
Link copied!