• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু


পাবনা প্রতিনিধি আগস্ট ২২, ২০১৯, ০৭:০৮ পিএম
শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

পাবনা: পাবনার ঈশ্বরদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবদুল হাকিম টেনু (৫৬) মারা গেছেন। ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলী নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা, গুলি ও বোমাবাজির মামলায় তার এ সাজা হয়েছিল। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

হালিমা খাতুন গণমাধ্যমকর্মীদের জানান, কারাগারে থাকা অবস্থায় গত ১০ আগস্ট তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন টেনু।

টেনু ঈশ্বরদী শহরের পশ্চিমটেংরী এলাকার বাসিন্দা এবং পৌর বিএনপির সদস্য ছিলেন।

উল্লেখ্য, গত ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী ওই মামলায় নয়জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৩ জনকে দশ বছর করে কারাদণ্ড প্রদান করেন। তারা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!