• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচে ভালো করার উপায় বাতলে দিলেন তামিম


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০১৯, ০৫:৪২ পিএম
শেষ ম্যাচে ভালো করার উপায় বাতলে দিলেন তামিম

ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের নিউজিল্যান্ড সফরে অনেক আশা নিয়ে গিয়েছিল বাংলাদেশ। মাশরাফিদের প্রিয় সংস্করণ ওয়ানডেতে একটি হলেও জয়। কিন্তু দুটি ম্যাচে যেভাবে খেলে সিরিজ হেরেছে বাংলাদেশ তাতে শেষ ম্যাচে জয়ের আশা করাটা বোকামি। তারপরও মানুষ আশায় বসতি গড়ে। বাংলাদেশ দলও নিশ্চয় সেটাই চাইবে।

পরপর দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছেন কেন উইলিয়ামসন। বুধবারের তৃতীয় ও শেষ ওয়ানডেটি নিছকই আনুষ্ঠানিকতার ছাড়া আর কিছু নয়। তারপরও ম্যাচটি জিততে পারলে কিছুটা হলে আত্মবিশ্বাস ফিরবে বাংলাদেশ শিবিরে।

ডানেডিনে অনুশীলনের পর সংবাদমাধ্যমের সামনে এসে তামিম ইকবাল সিরিজ হারের সব দায় চাপালের ব্যাটসম্যানদের ওপর, ‘নিউজিল্যান্ডে আমরা এখনো কোনো ম্যাচ জিততে পারিনি। গতবারের সফরে দু’একটা ম্যাচে জয়ের কাছাকাছি পৌঁছেছিলাম। তবে চলতি সফরে প্রথম দুটো ম্যাচে বলতে গেলে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারিনি আমরা। আশা করব আমরা নতুন ম্যাচে নতুন কিছু করতে পারব।’

শেষ ম্যাচে চাওয়া কী? তামিম কেবলই ভালো ক্রিকেট খেলার কথা বলে গেলেন, ‘আমাদের চিন্তাভাবনা জুড়ে এখন শুধু সিরিজের তৃতীয় ওয়ানডে। সেই ম্যাচে আমরা ভালো একটা কিছু করতে চাই। ভালো ক্রিকেট খেলতে হবে। যা শুরুর দুই ম্যাচে আমরা খেলতে পারিনি।’

আগেভাগে সিরিজ হারের জন্য তামিম নিউজিল্যান্ডের কণ্ডিশন বা উইকেটকে শূলায় চড়াচ্ছেন না। বরং তিনি বলছেন, ‘প্রথম দুই ম্যাচেই উইকেট খুবই ভালো ছিল। ওদের শুরুর দিকে কয়েকজন বোলার আছে যারা প্রথম ১০ ওভারে খুবই ভাল বোলিং করে। প্রথম ম্যাচেই আমরা প্রথম ১০ ওভারেই ওদের চারটা উইকেট দিয়ে দিয়েছি। দ্বিতীয় ম্যাচেও উইকেট ভাল ছিল। তবে হ্যাঁ বৃষ্টি চলে আসায় কিছুটা বাড়তি সুবিধা পেয়েছিল নিউজিল্যান্ডের পেসাররা। কিন্তু তারপরও আমি বলব ঠিক আগের ভুলগুলোই আমরা এই ম্যাচেও করেছি।’

তৃতীয় ম্যাচে ভালো করতে হলে কী করতে হবে সেই পরিকল্পনাও জানিয়েছেন তামিম। তাঁর ভাষায়, ‘শেষ ওয়ানডেতে আমাদের শুরুর ১০ ওভারে ব্যাটিংটা অনেক গুরুত্বপূর্ণ হবে। এই সময়টায় আমাদের ভালো ব্যাটিং করতে হবে। শুরুর এই সময়টায় আমরা যদি খুব বেশি রান নাও করি, কিন্তু উইকেট না হারালে সেটা পরে পুষিয়ে দেওয়া যাবে। আমাদের যে ব্যাটসম্যানরা আছে তারা মাঝের ওভারেও ওদের বোলারদের চাপে রাখতে সক্ষম হবে। ব্যাটসম্যানদের লম্বা ইনিংস ব্যাট করতে হবে। খেয়াল রাখতে হবে যে প্রথম ১০ ওভারের মধ্যে খেলাটা যেন প্রতিপক্ষের হাতে চলে না যায়। যে কোনো ম্যাচেই আপনি প্রথম ১০ ওভারের মধ্যে ৩ থেকে ৪টা উইকেট হারাবেন, তখন সেই ম্যাচে ফিরে আসাটা সবসময় কঠিন হয়ে পড়ে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!