• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেষে এসে দল পেলেন আফ্রিদি


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৭, ২০১৯, ১০:১৯ পিএম
শেষে এসে দল পেলেন আফ্রিদি

ঢাকা: মাশরাফি বিন মুর্তজাকেও কেউ কিনতে চায়নি। অবশেষে তাঁকে দলে টেনেছে ঢাকা প্লাটুন। একই অবস্থা হয়েছিল পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির। তাকেও কেউ দলে নিতে চায়নি। একেবারে শেষদিকে পাকিস্তানি অলরাউন্ডারের নামটি বলে দিল ঢাকা প্লাটুন।

ঢাকার এই দলটি এবার বেশ শক্তিশালীই হলো। দেশি খেলোয়াড়দের মধ্যে 'এ প্লাস' ক্যাটাগরির চারজনের মধ্যে দুইজনকেই নিয়ে নিয়েছে ঢাকা প্লাটুন। তারা হলেন-মাশরাফি বিন মর্তুজা আর তামিম ইকবাল। বিদেশি কোটাও বেশ শক্তিশালী। লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে নিয়েছে ঢাকা। নিয়েছে পাকিস্তানের আসিফ আলি আর ওয়াহাব রিয়াজকে। সঙ্গে এলেন শহীদ আফ্রিদি। এছাড়া আছেন ররি ইভান্স আর লুইস ক্রিস।

দেখে নিন কে কোন দলে আছেন:

খুলনা টাইগার্স: 

মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, সাইফ হাসান, শহিদুল ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক।

ঢাকা প্লাটুন: 

দেশি ক্রিকেটার : তামিম ইকবাল (এ +), এনামুল হক বিজয় (বি), হাসান মাহমুদ (ই), মেহেদী হাসান (বি), আরিফুল হক (বি), মুমিনুল হক (এ), শুভাগত হোম (বি), মাশরাফি বিন মর্তুজা (এ +), রকিবুল হাসান (সি), জাকের আলি (ডি)।

বিদেশি ক্রিকেটার : থিসারা পেরেরা, ররি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস ক্রিস, শহিদ আফ্রিদি।

রাজশাহী রয়েলস: 

লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ চৌধুরী রাহী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, ফরহাদ রেজা,অলক কাপালি,রবি বোপারা, হজরতুল্লাহ জাজাই।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন,কাজী নুরুল হাসান সোহান,এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস।

রংপুর রেঞ্জার্স: 

মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি,তাসকিন আহমেদ, ফজলে রাব্বি, জাকির হাসান,নাদিফ চোধুরী, মোহাম্মদ নবী, শাই হোপ।

কুমিল্লা ওয়ারিয়র্স: 

সৌম্য সরকার, আল-আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী,সানজামুল হক, আবু হায়দার রনি, নাহিদুল, সুমন খান, কুশল পেরেরা, মুজিব-উর রহমান।

সিলেট থান্ডার্স: 

মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, নাইম হাসান, দেলোয়ার হোসেন,মনির হোসেন খান, শেরফেইন রাদারফোর্ড,শফিকুল্লাহ শাফাক।

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!