• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শোকাবহ বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৪, ২০১৯, ০৯:২৬ এএম
শোকাবহ বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা : আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর শোকাবহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণি ১ম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নয়টি কেন্দ্রে সকাল ৯টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয় গেল ৩১ আগস্ট সকাল থেকে এবং ৯ সেপ্টেম্বর শেষ হয়। এ বছর মোট ১২টি বিভাগে ১ হাজার ৬০টি আসনের বিপরীতে লড়বেন ১২ হাজার ১৬১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। যানজট এড়াতে সব ভর্তিচ্ছু পরীক্ষার্থীকে সকাল ৮টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।

এছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

এর আগে শনিবার (১২ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে চলমান অন্দোলন দুই দিনের মতো স্থগিত ঘোষণা করে আন্দোলনকালীরা। এর আগে শুক্রবার (১১ অক্টোবর) তাদের দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কিন্তু ভর্তিচ্ছুদের কথা বিবেচনায় নিয়ে ১২ অক্টোবর সিদ্ধান্ত পরিবর্তন করেন তারা।

প্রসঙ্গত, গেল ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে কিছু ছাত্রলীগ নেতা আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায়। পরে রাত ২টা ৫০ মিনিটে হলের সিঁড়িতে তার লাশ পাওয়া যায়।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!