• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ১ বৈশাখ ১৪২৬ বরণ


নোয়াখালী প্রতিনিধি এপ্রিল ১৪, ২০১৯, ০৩:৪৩ পিএম
শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ১ বৈশাখ ১৪২৬ বরণ

নোয়াখালী : ১লা বৈশাখ বাংলা ১৪২৬ সালকে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বরণ করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার সময় পরিষদের সামনে থেকে নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের নেতৃত্বে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে পৌছে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করে। এরপর অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি)) রক্তিম চৌধুরী সেনবাগ থানার ওসি মিজানুর রহমান, সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, সেনবাগ উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান গোলাম কবির, জেলা পরিষদের সদস্য রেজিয়া আক্তার বকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপিস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!