• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রমিকে কুপিয়ে জখমের পর উল্টো হুমকি


ঝিনাইদহ প্রতিনিধি আগস্ট ১৮, ২০১৯, ০৪:৪৮ পিএম
শ্রমিকে কুপিয়ে জখমের পর উল্টো হুমকি

ঝিনাইদহ: ঝিনাইদহে পরিবহণ শ্রমিক আমিরুল ইসলাম হত্যাচেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার (১৮ আগস্ট) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের নৃসিংহপুর এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী।

কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে আহত আমিরুলের স্বজন ও গড়িয়ালা গ্রামবাসী অংশ নেয়।  এসময় বক্তব্য রাখেন আহত আমিরুল ইসলামের বড় ভাই মনিরুল ইসলাম, ছেলে নাজমুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি শাহীনুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গত ৫ আগস্ট রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করেন। এ ঘটনায় আমিরুলের পিতা আছির উদ্দিন মন্ডল বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলে পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। উল্টো আসামিরা  তাদের নানা ভাবে হুমকি দিচ্ছে।

সোনালীনিউজ/এটি/এএস

Wordbridge School
Link copied!