• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, ফিরলেন এনামুল-তাইজুল


ক্রীড়া ডেস্ক জুলাই ১৬, ২০১৯, ০৪:৩২ পিএম
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, ফিরলেন এনামুল-তাইজুল

ঢাকা: গত প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলেছিলেন। এনামুল হক টানা তিন ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। তারপরও বিশ্বকাপের দলে ঠাঁই হয়নি এনামুলের। বিশ্বকাপটা দেখেছেন বাংলাদেশে বসে। তারপরও হাল ছাড়েননি এনামুল। সদ্য শেষ হওয়া আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন। এর পুরস্কারও এনামুল পেলেন হাতেনাতে। শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন এনামুল। এক বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন এনামুল।

এনামুলের পাশাপাশি বাংলাদেশ দলে ডাক পেয়েছেন তাইজুল ইসলামও। সাদা পোশাকে এই অফ স্পিনার নিয়মিত খেললেও রঙিন পোশাকে ছিলেন অনিয়মিত। সাকিবের
অনুপস্থিতিতে টিম ম্যানেজম্যান্ট বাড়তি একজন স্পিনারের ভাবনা থেকেই দলে ঢুকেছেন তাইজুল।

বিশ্বকাপের দল থেকে তিন জনকে বাদ দিয়ে শ্রীলঙ্কা সফরের জন্য ১৪ জনকে নিয়ে দল সাজানো হয়েছে। আগেই ছুটি চাওয়ায় স্বাভাবিকভাবেই দলে নেই সাকিব আল হাসান।
বিয়ের জন্য ছুটি নিয়েছেন লিটন দাস। বাদ পড়েছেন বিশ্বকাপে একটি ম্যাচও না খেলা আবু জায়েদ।

শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ২৬, ২৮ ও ৩১ জুলাই হবে তিনটি ওয়ানডে। সবগুলোই ম্যাচই হবে কলম্বোতে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম।

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!