• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে উড়িয়ে সবার উপরে অস্ট্রেলিয়া


ক্রীড়া প্রতিবেদক জুন ১৫, ২০১৯, ১১:৩৫ পিএম
শ্রীলঙ্কাকে উড়িয়ে সবার উপরে অস্ট্রেলিয়া

ছবি সংগৃহীত

ঢাকা: বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল শ্রীলঙ্কা। কিন্তু রানের পাহাড় টপকাতে পারেনি লঙ্কানরা। দ্বাদশ বিশ্বকাপের ২০তম ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া ৩৩৫ রানের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমে ৪৫.৫ ওভারে ২৪৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে দ্বীপ রাষ্ট্রটিকে ৮৭ রানের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে গেল অসিরা।  

আগে ব্যাট করতে নেমে অধিনায়ক ফিঞ্চের সেঞ্চুরি এবং স্টিভেন স্মিথের হাফ সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। মাত্র ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩৩৪ রান জমা করেছে অসিরা। 

অস্ট্রেলিয়ার রানের পাহাড় ডিঙাতে নেমে উড়ন্ত সূচনা করেন লঙ্কান দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা। ইনিংসের ৬.৫ ওভারে স্কোরবোর্ডে পঞ্চাশ রান যোগ করেন তারা। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ১২.৪ ওভারে দলীয় ১০০ রান পূর্ণ করেন করুনারত্নে ও কুশল পেরেরা। অজিদের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে জোড়া ফিফটি গড়েন তারা।

তবে ফিফটি গড়ার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি কুলশ পেরেরা। মিসেল স্টার্কের বলে স্টাম্প ভেঙ্গে যায় তার। সাজঘরে ফেরার আগে ৩৬ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৫২ রান করেন পেরেরা। তার বিদায়ে ১৫.৩ ওভারে ১১৫ রানে ভাঙে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি।

কুশল পেরেরার বিদায়ের পর একাই লড়াই চালিয়ে যান করুনারত্নে। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি লাহিরু থিরিমান্নে। ২৬ বলে মাত্র ১৬ রান করে ফেরেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েও মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি শ্রীলঙ্কান অধিনায়ক করুনারত্নে। একের পর এক বাউন্ডারি হাঁকিয়েও হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। কেন রিচার্ডসনের গতির বলে গ্ল্যান ম্যাক্সওয়েলের অসাধারণ ক্যাচে পরিণত হন করুনারত্নে। সাজঘরে ফেরার আগে ১০৮ বলে ৯টি চারের সাহায্যে ৯৭ রান করেন তিনি।

করুনারত্নের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, মিলিন্দা শ্রীবর্ধনে, থিসেরা পেরেরারা। নিয়মিত বিরতিতে তাদের উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৫.৫ওভারে ২৪৭ রানে অলআউট শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার হয়ে মিসেল স্টার্ক ১০ ওভারে ৫৫ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া ৪৭রানে ৩ উইকেট নেন রিচার্ডসন।

শনিবার (১৫ জুন) লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ব্যাট করতে নেমে সর্তক সূচনা করে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করা ওয়ার্নার ধীর গতির ব্যাটিং করেও রক্ষা পাননি। ধনাঞ্জয়া ডি সিলভার বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে ৪৮ বল  খেলে ২৬ রান করেন এই অসি ওপেনার। এতে ভাঙে ৮০ রানের উদ্বোধনী জুটি।

এরপর ৫৩ বলে ৭ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি পূরণ করে  অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনে নামা উসমান খাজা তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। ১০ রান করে ধনাঞ্জয়ার দ্বিতীয় শিকার হয়েছেন। এরপর দারুণ এক জুটি গড়ে ফেলেন বর্তমান আর সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথ। ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নিতে অজি ক্যাপ্টেন ফিঞ্চ খেলেন ৯৭ বল; হাঁকিয়েছেন ৮টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি। শেষ পর্যন্ত ১৩২ বলে ১৫ চার ৫ ছক্কায় ১৫৩ রানে ইসুরু উদানার শিকার হন তিনি।

তিন অংকের দিকে এগিয়ে যাচ্ছিলেন স্মিথও। তাবে তার ৫৯ বলে ৭ চার ১ ছক্কায় ৭৩ রানের ঝড়ো ইনিংস থামে মালিঙ্গার দারুণ এক ইয়র্কারে বোল্ড হয়ে। উইকেটে তখন ব্যাট হাতে ভয়ংকর হয়ে উঠেন গ্লেন ম্যাক্সওয়েল। শন মার্শকে (৩) ফিরিয়ে দেন ইসুরু উদানা। এই উদানার কল্যাণেই পরপর রান-আউটের শিকারা হন  অ্যালেক্স কেরি (৪) এবং প্যাট কামিন্স (০)।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইউকেটে ৩৩৪ রান তুলে অস্ট্রেলিয়া। ২৫ বলে ৫ চার ১ ছক্কায় ৪৬* রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন ইসুরু উদানা এবং ধনাঞ্জয়া ডি সিলভা।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাকগ্রা, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জেসন বেহরেনডর্ফ, কেন রিচার্ডসন।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশর মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, নুয়ান প্রদীপ, লাসিথ মালিঙ্গা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!