• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার পুলিশ প্রধান-প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৪, ২০১৯, ০৮:০৫ পিএম
শ্রীলঙ্কার পুলিশ প্রধান-প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ

ঢাকা: শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় দেশটির পুলিশ মহাপরিদর্শক ও প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বুধবার (২৪ এপ্রিল) এই নির্দেশনা দিয়েছেন বলে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ দুইটি সূত্র নিশ্চিত করেছে।

সরকারের গোয়েন্দা বাহিনী হামলার আগাম তথ্য দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে। রোববার (২১ এপ্রিল) ইস্টার সানডেতে চার্চ ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ শতাধিক। এ ঘটনায় আটক করা হয়েছে ৬০ জনকে।

দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানায়, এ হামলার ঘটনায় ৯ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!