• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৬, ২০১৯, ০৮:১৮ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত

ঢাকা: শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বিসিবি। শুক্রবার (১৬ আগস্ট) এই দল ঘোষণা করা হয়। বাংলাদেশ ইমার্জিং দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক করা হয়েছে ইয়াসির আলী চৌধুরিকে।

বাংলাদেশ ইমার্জিং দলে জায়গা পেয়েছেন গত ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক ভালো করা সাইফ হাসান ও নাঈম শেখ। নাঈম অবশ্য সবশেষ আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষেও ভালো খেলেছেন। জাতীয় দলে খেলেছেন কিন্তু জায়গা পোক্ত করতে না পারা আফিফ হোসেন, নাঈম হাসানদের মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সামনে আবারও সুযোগ রয়েছে নিজেদের প্রমাণ করার। এই সিরিজে ইয়াসিন আরাফাত, শহিদুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদির মতো উঠতি ক্রিকেটারদেরও ভালো সুযোগ নিজেদের চেনানোর।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ ইমার্জিং দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, ইয়াসির আলী (সহ-অধিনায়ক), আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, জাকির আলী, নাঈম হাসান, ইয়াসিন আরাফাত, শফিকুল ইসলাম, সুমন খান, শহিদুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও তানভীর ইসলাম।

অপেক্ষমাণ: মানিক খান, জাকির হাসান, রবিউল হক, ফারদিন হোসেন, ইফরান হোসেন, সাব্বির হোসেন ও মেহেদী হাসান রানা।

ইমার্জিং দলের ওয়ানডে সিরিজ
তারিখ: ম্যাচ মাঠ
১৮ আগস্ট প্রথম ওয়ানডে বিকেএসপি
২১ আগস্ট দ্বিতীয় ওয়ানডে বিকেএসপি
২৪ আগস্ট তৃতীয় ওয়ানডে খুলনা

সোনালীনিউজ/আরআইবি

 

Wordbridge School
Link copied!