• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণ


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৫, ২০১৯, ১২:০২ পিএম
শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণ

ঢাকা: ভয়াবহ স্মৃতি ভোলার আগেই বৃহস্পতিবার শ্রীলঙ্কায় আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের মুখপাত্র রুয়ান গুনেসেকার এই খবর নিশ্চিত করেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নতুন বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শ্রীলঙ্কান গণমাধ্যম জানিয়েছে, রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার দূরে পুগোডা শহরে এদিন সকালে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা।

এর আগে গত রোববার দিনের শুরুতে দেশটির খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে হয় আরও দুটি। এখন পর্যন্ত ৩৫৯ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন।

কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে।

চলতি মাসের শুরুতে ভারতীয় গোয়েন্দা সংস্থা সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিল কিন্তু সেটি শ্রীলঙ্কা সরকারের প্রশাসনে সব জায়গায় জানানো হয়নি বলে দেশটির পার্লামেন্টেই বলা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!