• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শয়তানের সুইচ টিপলেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৪, ২০১৮, ০৯:১৭ পিএম
শয়তানের সুইচ টিপলেন পুতিন

ঢাকা: শয়তান-২ নামের একসঙ্গে ১২টি পরমাণু ওয়ারহেডবাহী শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এই স্মার্ট ক্ষেপণাস্ত্রটির এক আঘাতেই যেকোনো দেশ ধংস হয়ে যেতে পারে।

যদিও এই ক্ষেপণাস্ত্রের শক্তি সম্পর্কে রাশিয়া বিস্তারিত কিছু জানায়নি।

তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, জার্মানি ও ফ্রান্সের আয়তনের মত যেকোনো আয়তনের দেশ এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধংস হতে পারে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি মস্কো থেকে ৫০০ মাইল উত্তর দিকের একটি ঘাঁটি থেকে ছোড়া হয়েছে। এটি ৩ হাজার ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।

শয়তান-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন এবং তিনি নিজেই ক্ষেপণাস্ত্রের সুইচ টিপে সেটি নিক্ষেপ করেন বলে ক্রেমলিনের বরাত দিয়ে খবরে উল্লেখ করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!