• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সংরক্ষিত নারী আসনে একঝাঁক শোবিজ তারকা


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০১৯, ০২:২৬ পিএম
সংরক্ষিত নারী আসনে একঝাঁক শোবিজ তারকা

সুবর্ণা মুস্তাফা, সু্জ্যইটি, , শাহনূর, জ্যোতিকা জ্যোতি

ঢাকা: সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র তুলেছেন একঝাঁক শোবিজ তারকা। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২৫৭টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৪৩টি পাচ্ছে দলটি। নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে তারা নির্বাচিত হবেন। 

ফরম বিক্রির প্রথম দিনই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তা সংগ্রহ করেন সারাহ বেগম কবরী, সুবর্ণা মুস্তাফা, জ্যোতিকা জ্যোতি, আনোয়ারা, ফাল্গুনী হামিদ, দিলারা ইয়াসমিন, তারিন জাহান, শাহনুর ও সুজাতা।

আরো যারা মনোনয়ন নিতে যাচ্ছেন গত দুবার সংরক্ষিত আসন থেকে নির্বাচিত তারানা হালিম, শমী কায়সার, তানভীন সুইটিসহ আরো বেশ কয়েকজনের নাম।

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিয়েছেন সাবেক সংসদ  সদস্য ও অভিনেত্রী সারাহ বেগম কবরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা  আমার ওপর আস্থা রেখেছিলেন বলেই একবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমার বিশ্বাস এবারো তিনি আমার ওপর আস্থা রাখবেন।’

তিনি আরো বলেন, ‘দেশের সাংস্কৃতিক অঙ্গন থেকে নির্বাচিত হওয়া প্রথম মানুষ আমি।  এবার সংরক্ষিত নারী আসনে এমপি হয়ে সংসদে যাওয়ার সুযোগ  হলে দেশের সাংস্কৃতিক খাতে কাজ করব।’

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সুজাতা। পঞ্চাশ বছরেরও বেশি সময়ের অভিনয় ক্যারিয়ার তার। অভিনয়ের বাইরে সুজাতা বঙ্গবন্ধুর আদর্শ আর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুজাতা বলেন, ‘আমি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, বঙ্গবন্ধুর দেশপ্রেমের প্রেরণায় অনুপ্রাণিত। জীবনসায়াহ্নে দাঁড়িয়ে বোধ করছি যেটুকু সময় খোদা আমাকে দেন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই। তাই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে জন্য এই দল থেকেই মনোনয়ন কিনেছি ।’

সুজাতা আরো বলেন, ‘আমার বয়স হয়েছে জীবনের শেষ ইচ্ছা এ দেশের মানুষের জন্য কাজ করা। আমি সেই ইচ্ছা থেকেই এবার মনোনয়ন চাইলাম। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না।’- যোগ করলেন সুজাতা।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আরেক আলোচিত প্রার্থী শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার। তিনি ফেনী-৩ আসনে মনোনয়ন চেয়েছিলেন। সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে তিনি  বলেন, ‘ফেনী-৩ আসন আমার নির্বাচনী এলাকা, আমার জন্মভূমি। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করলে তার আস্থা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। জীবনের শেষ দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আওয়ামী লীগের রাজনীতির মাধ্যমে একজন কর্মী হিসেবে এলাকাবাসীর জন্যে কাজ করে যাব্ত এটিই আমার প্রত্যয়। আমার বিশ্বাস, আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারব।’

সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। মনোনয়ন বঞ্চিত হয়েও তিনি দলীয় মনোনীত প্রার্থীর বিজয়ে এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেছেন।  জ্যোতিকা জ্যোতি বলেন, ‘আমি মানুষের মঙ্গলের জন্য কাজ করে যেতে চাই। এজন্য রাজনীতি বেশ উপযোগী একটা ক্ষেত্র। আমি মনোনয়ন সংগ্রহ করেছি এখন দল যদি ভালো মনে করে আমাকে সুযোগ দেবে। এক্ষেত্রে দলের সিদ্ধান্তকেই প্রাধাণ্য দিচ্ছি আমি।’

রাজনীতিতে সক্রিয় না থাকলেও মনোনয়ন সংগ্রহ করেছেন  ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা। তিনি বলেন, ‘মানুষ সিনেমার মধ্য দিয়ে আমাকে দেখেছে, আমার পাশে থেকেছে। আমি সারাজীবন চেয়েছি মানুষের পাশে থাকার জন্য। আর আমার রাজনৈতিক দর্শন হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আমি ওনার সংগঠন থেকে মনোনীত হয়ে দেশ ও মানুষের মঙ্গলে নিজেকে নিয়োজিত করতে চাই।’

সংরক্ষিত আসনে মনোনয়ন কেনার গুঞ্জন আছে ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাসের নামে। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নিবার্চনে তিনি সক্রিয় ছিলেন আওয়ামী লীগের প্রচারণায়।  তিনি বলেন, ‘আমি পারিবারিকভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শে বেড়ে উঠেছি। তাঁর রাজনৈতিক জীবন ছোটবেলা থেকেই প্রভাবিত করেছে। তাকে তো চোখে দেখার সুযোগ পাননি। ধন্য হয়েছি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে। তার মাতৃত্বসুলভ ব্যবহার, কঠিন নেতৃত্ব, মানবিকতার সুনাম আজ বিশ্বময়। তার আদর পাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি তার নেতৃত্বে কাজ করার সুযোগ চাই।’

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!