• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান রহিমা আক্তার ডলি


মারুফ সরকার জানুয়ারি ১৮, ২০১৯, ০৩:১৮ পিএম
সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান রহিমা আক্তার ডলি

ঢাকা : চট্টগ্রামের সীতাকুন্ড সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান রহিমা আক্তার ডলি। তিনি বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ সাধারণ সম্পাদিকা চট্টগ্রাম বিভাগ বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদে মহিলা বিষয়ক সম্পাদিকা চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের সদস্যসহ উপজেলা নারী সংরক্ষিত আসনে সাবেক ইউপি সদস্য।

ছাত্র জীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। কর্মজীবনে এসেও আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ভূমিকা পালন করছেন।

দলের প্রয়োজনে রহিমা আক্তার ডলি সব সময় মহিলা লীগের কর্মীদের একত্রিত করে দলীয় সকল প্রকার কর্মসূচি পালন করে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছেন। তিনি সব সময় দলের প্রতি অবিচল ও আস্থাশীল।

জাতীয় সংসদ নির্বাচনগুলো তিনি মহিলাদের সংগঠিত করে দলের দেয়া দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতার বাহিরে ছিল তখনও তিনি মহিলা লীগের কর্মীদের নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সরকার বিরোধী আন্দোলনে মাঠে সক্রিয় ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!