• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট


আদালত প্রতিবেদক অক্টোবর ১১, ২০১৮, ০৪:৩৪ পিএম
সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা : জাতীয় নির্বাচনের বেশি দিন বাকি নেই। এরই মধ্যে স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশে’-এর নিবন্ধন না দেওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এই রিট করেন।

রিটে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন করার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

পাশাপাশি দলটির রেজিস্ট্রেশন না দিয়ে নির্বাচন কমিশনের গত ১১ জুনে দেওয়া চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে মর্মেও রুল চাওয়া হয়েছে।রিট আবেদনে আরো বলা হয়, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদান, সে নিবন্ধন না দেওয়া পর্যন্ত একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

এ বিষয়ে ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, আগামী ১৪ অক্টোবর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে। এ বছরের শেষ নাগাদ দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!