• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সংসদে দাঁড়িয়ে আজ যা বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৭, ২০২০, ০৯:০৩ পিএম
সংসদে দাঁড়িয়ে আজ যা বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’-এ মৌলিক সাক্ষরতা প্রকল্পের মাধ্যমে ২১ লাখ নিরক্ষর নারী-পুরুষকে মৌলিক সাক্ষরতা দেয়া হবে। এর মধ্যে অর্ধেক নিরক্ষর নারীদের অন্তর্ভুক্ত করা হবে।

সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

সরকারি দলের সংসদ সদস্য নূর মোহাম্মদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সাক্ষরতার হারে পুরুষের চেয়ে নারীরা শতকরা পাঁচ ভাগ পিছিয়ে আছে। বর্তমানে সাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ।

তিনি আরও জানান, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বয়স্কদের সাক্ষরতা বৃদ্ধি জরুরি। সেজন্য বয়স্কদের সাক্ষরতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে জাকির হোসেন বলেন, নতুন জাতীয়করণ করা সরকারি প্রাথমিক উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে যথাক্রমে ২ হাজার ৪০০ ও এক হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উন্নয়নের কার্যক্রম নেয়া হয়েছে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!