• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৫, ২০১৯, ১০:৩৯ এএম
সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

ঢাকা : জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে । 

সোমবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে এরশাদের মরদেহবাহী গাড়ি সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে থেকে সংসদের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সেখানে সকাল সাড়ে ১০টায় তার দ্বিতীয় জানাজা হবার কথা রয়েছে। জানাজায় উপস্থিত থাকবেন জাতীয় সংসদের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

এদিকে সংসদের বিরোধী দলের নেতা হিসেবে তার কফিনে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন  জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী।
 
এরআগে রোববার বাদ জোহর সেনানিবাসের মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। পরে এরশাদের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়েছে।

রবিবার সকাল পৌনে ৮টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) জাতীয় পার্টির চেয়ারম্যান শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেন।

Wordbridge School
Link copied!