• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সত্যের সুফল ও মিথ্যার কুফল


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০, ২০১৬, ০৩:৫৬ পিএম
সত্যের সুফল ও মিথ্যার কুফল

সোনালীনিউজ ডেস্ক

সৎ সঙ্গ স্বর্গ বাস, অসৎ সঙ্গ সর্বনাশ- এ উক্তির সঙ্গে সমগ্র দুনিয়ার মানুষই কমবেশি পরিচিত। এ কথাটি চিরন্তন সত্য। অসৎ মানুষের সঙ্গে থেকে সৎ থাকা যেমন দুরূহ ব্যাপার তেমনি সৎ মানুষের সঙ্গে থেকে খারাপ হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। সৎ মানুষের সুফল এবং অসৎ তথা মিথ্যাবদীর কুফল সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। যা তুলে ধরা হলো-

হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, সত্যপ্রীতি বা সত্যনিষ্ঠা সততার পথ দেখায় আর সততা (মানুষকে) জান্নাতের দিকে চালিত করে। মানুষ সত্যের অনুশীলন করতে করতে এক পর্যায়ে আল্লাহর নিকট সিদ্দিক (সত্যনিষ্ঠ) নামে পরিচিতি হয়। পক্ষান্তরে মিথ্যা অশ্লীলতার দিকে চালিত করে আর অশ্লীলতা মানুষকে জাহান্নামের (আগুনের) দিকে নিয়ে যায়। মানুষ মিথ্যার অনুশীলন করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর নিকট মিথ্যাবাদী নামে পরিচিত হয়। (বুখারি ও মুসলিম)

আল্লাহ তাআলা মানুষকে অশ্লীল ও মিথ্যার ভয়াবহ পরিণাম জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সত্যপ্রিয় ও সত্যনিষ্ঠ হয়ে জান্নাত লাভ করার তাওফিক দান করুন। আমিন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!