• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাইরে আড্ডা দিলেই গ্রেপ্তার’


চট্টগ্রাম ব্যুরো এপ্রিল ২৮, ২০১৯, ০৬:৫৬ পিএম
‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাইরে আড্ডা দিলেই গ্রেপ্তার’

ইন্টারনেট থেকে

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার ওসি এস এম ওবায়েদুল হক জানিয়েছেন, সন্ধ্যার পর একসঙ্গে ৪-৫ জন কিশোর বা শিক্ষার্থীকে বাইরে আড্ডা দিতে দেখলে গ্রেপ্তার করা হবে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নগরীর হালিশহর ফইল্যাতলী বাজারে দীলিপ নামের এক কিশোরকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

এ বিষয়ে ওবায়েদুল হক বলেন, সন্ধ্যার পর কিশোর বা শিক্ষার্থীরা বাইরে আড্ডা দিলে তাদের গ্রেপ্তার করতে আগে থেকে সিএমপির প্রত্যেক থানায় নির্দেশনা ছিল। এই আড্ডা থেকে আর যাতে কোনো অপরাধের জন্ম না হয়, সেটা নিয়ন্ত্রণে এমন উদ্যোগ নেয়া হয়।

তিনি আরো বলেন, পরিবারে সন্তানদের নিয়ন্ত্রণ না থাকায় বাড়ছে কিশোর অপরাধ। ছোট বিষয় নিয়ে দ্বন্দ্বে বড় ঘটনার সৃষ্টি হচ্ছে। পরিবারের উচিত তাদের সন্তানদের নিয়ন্ত্রণ করা, সন্তানদের কাজ মনিটরিং করা।

উল্লেখ্য, নগরীর কয়েকটি এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে। তারা খুন, ছিনতাইসহ নানা অপরাধে মেতে উঠেছে বলে অভিযোগ।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!