• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সন্ধ্যায় বাংলাদেশ ছাড়ছেন ৩৫০ মার্কিন নাগরিক


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০২০, ০৩:৪৬ পিএম
সন্ধ্যায় বাংলাদেশ ছাড়ছেন ৩৫০ মার্কিন নাগরিক

ঢাকা : মহামারি করোনা ভাইরাসে বিশ্বব্যাপী প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্র তাঁর প্রায় সাড়ে তিন শতাধিক নাগরিককে বাংলাদেশ থেকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। 

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে  যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সিভিল এভিয়েশন সূত্র জানায়, ওই মার্কিন নাগরিকদের

এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

এদিকে গত দুদিনে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এপর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৪৮।

তবে, বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রে রোববার পর্যন্ত ১ লাখ ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দেশটিতে রোববার সন্ধ্যা পর্যন্ত ২ হাজার ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!