• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সপ্তাহে দুদিন ছেলেকে দেখতে পারবেন সিদ্দিক


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৪:১১ পিএম
সপ্তাহে দুদিন ছেলেকে দেখতে পারবেন সিদ্দিক

ঢাকা : অভিনেতা সিদ্দিকুর রহমান দম্পতির সাড়ে ছয় বছর বয়সী শিশু আরশ হোসেন তার মায়ের হেফাজতে থাকবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে সপ্তাহে দুদিন বাবা সিদ্দিকুর রহমান তাকে আনতে পারবেন এবং তার সঙ্গে রাখতেও পারবেন।

সিদ্দিক-মিমের বিচ্ছেদের পর সিদ্দিকের কাছে ছিল আরশ।

আজকের মধ্যে ছেলে আরশকে তার মা মারিয়া মিমের কাছে দিয়ে আসতে সিদ্দিককে আদেশ দিয়েছেন আদালত। ছেলেকে নিজের কাছে রাখতে মা মারিয়া মিমের করা এক রিটের চূড়ান্ত শুনানি হয়েছে বুধবার।

ওইদিন হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

সিদ্দিকুর রহমানের সঙ্গে ২০১২ সালের ২৪ মে বিয়ে হয় মারিয়া মিমের। পরের বছর ২৫ জুন আরশ হোসেনের জন্ম হয়। ২০১৯ সালের ১৯ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তার বাবা সিদ্দিকুর রহমানের হেফাজতে ছিল আরশ। ছেলেকে কাছে পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মা মারিয়া মিম।

এরপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ রায় দেন আদালত।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!