• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৪, ২০২০, ০৩:০৮ পিএম
সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি (বিএফবিএস) দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং করোনা ভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের বেতন মওকুফসহ দেশের শিক্ষা সংকট নিরসনের লক্ষ্যে ১৪ দফা দাবি জানিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দেবে বলেও জানায় সংগঠনটি।

সোমবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএফবিএসের চেয়ারম্যান অধ্যক্ষ এম শরীফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাইফুর রহমান, পরিচালক ড. সৈয়দ আর-আমীন রোমান প্রমুখ।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা ঘরবন্দি থাকায় তারা নানারকম মানসিক হতাশায় ভুগছেন। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া আবশ্যক। এছাড়া করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবিও জানানো হয়।

এদিকে সংগঠনটি ১৪ দফা দাবি মধ্যে সরকারি চাকরির সময়সীমা থাকায় ২১ বছর বয়সের মধ্যেই গ্রাজুয়েশন সম্পন্ন করার ব্যবস্থা, সব এমপিও প্রতিষ্ঠান এমপিও ভুক্ত এবং জাতীয়করণ, বাদপড়া প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করাসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন বক্তারা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!