• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

‘সবার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে’


নিজস্ব প্রতিবেদক মে ২৩, ২০১৯, ১০:২৯ পিএম
‘সবার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে’

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়, এমন নীতিতে আমাদের সরকার বিশ্বাস করে। আমাদের পররাষ্ট্রনীতি খুব স্পষ্ট। আমরা সেটা সবসময় মেনে চলি। সবার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’

বৃহস্পতিবার (২৩ মে) গণভবনে বিচারপতি, কূটনীতিক, সরকারি সামরিক/বেসামরিক কর্মকর্তা, শিল্পী ও সাংস্কৃতিককর্মীদের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা বলেন, ‘সরকার উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে এবং দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। আগামী মাসে বাজেট দেবো। বিশাল আকারের বাজেট দিচ্ছি। আমরা মনে করি, আমাদের উন্নয়নের এই ধারাটা অব্যাহত থাকবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি, মানুষের জীবনে শান্তিশৃঙ্খলা বজায় থাকুক। আর সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি মাদকের হাত থেকে আমাদের সমাজ মুক্তি পাক।'

বিকেল ৬টা ১৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে অতিথিদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। অতিথিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের আগমনে গণভবন ধন্য হয়েছে। দেশ ও জাতির কল্যাণের জন্য আপনারা দোয়া করবেন।’

দেশবাসীকে পবিত্র রমজান ও ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি খুব দুঃখিত। এবারে হয়তো ঈদে আমি দেশে থাকব না। কারণ আমার বেশ কয়েকটি বিদেশ সফর রয়েছে। আমি জাপান যাচ্ছি। সেখান থেকে সৌদি আরবে ওআইসি সম্মেলন। সেখান থেকে ইংল্যান্ড যাবো। সেখান থেকে ৭ তারিখে দেশে ফিরবো। ঈদে যেহেতু থাকতে পারব না, তাই এই ইফতার মাহফিল থেকে সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা গণভবনে এসেছেন, দাওয়াত কবুল করেছেন। আমি খুব আনন্দিত।’

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!