• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবুজ নড়াইল গড়তে পুলিশ সুপারের বিশেষ উদ্যোগ


ফরহাদ খান, নড়াইল আগস্ট ৫, ২০১৮, ১২:০৫ পিএম
সবুজ নড়াইল গড়তে পুলিশ সুপারের বিশেষ উদ্যোগ

নড়াইল: ‘ক্লিন নড়াইল, গ্রীণ নড়াইল’কে আরো গ্রীণ করার জন্য নড়াইলের পুলিশ সুপার বিশেষ উদ্যোগ নিয়েছেন। এ উপলক্ষ্যে দুপুরে এসপি অফিস চত্বরে আমের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (সদর) জালাল উদ্দীন, সদর থানার ওসি আনোয়ার হোসেন, পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, নড়াইলের মাটি ও আবহাওয়া উপযোগী বিভিন্ন প্রজাতির ৫০০ ফলজ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। শনিবারই (৪ আগস্ট) এসপি অফিস চত্বর, পুলিশ লাইনসহ আমাদের বিভিন্ন স্থাপনার আশেপাশে ২০০ গাছ রোপন করা হয়েছে।

আমরা প্রাথমিক ভাবে ৫০০ গাছ লাগাব, আমাদের অফিস এলাকায়। এর বাইরেও প্রতিটি থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও ট্রাফিক অফিস এলাকায় বৃক্ষরোপন করব। পাশাপাশি ‘পুলিশ সুপারের মৎস্য অ্যাকুরিয়াম’ এলাকায় গাছ লাগানো হবে।

‘ক্লিন নড়াইল, গ্রীণ নড়াইল’কে আরো গ্রীণ করার জন্য বিভিন্ন রাস্তার পাশে ফলজ গাছ লাগানো হবে। এর মধ্য দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ৩০ লাখ বৃক্ষরোপনের কর্মসূচী সফল করব বলে আশা করছি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!