• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সমগ্র বিশ্বে সন্ত্রাসবাদের প্রতিবাদে জবিতে মানববন্ধন


জবি প্রতিনিধি এপ্রিল ২৬, ২০১৯, ০৩:২৩ পিএম
সমগ্র বিশ্বে সন্ত্রাসবাদের প্রতিবাদে জবিতে মানববন্ধন

ছবি : সোনালীনিউজ

জবি : সম্প্রতি ঘটে যাওয়া শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডসহ সারা বিশ্বে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, ‘শ্রীলঙ্কায় সন্ত্রাসী হত্যাকাণ্ডে বাংলাদেশের ৮ বছরের শিশু জায়ানসহ ৪৫ জন শিশু মারা গেছে।

ধর্ম শান্তির জায়গা, কোনো ধর্মেই সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের স্থান নেই। সন্ত্রাসবাদীদের ধর্ম, বর্ণ, জাতি, দেশ নির্বিশেষে সকলের ঘৃণা করা উচিত। সন্ত্রাসবাদ নির্মূলে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশে যাতে এ ধরনের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মূলক কর্মকাণ্ড না ঘটে সেদিকে সজাগ থাকতে হবে।

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. পরিমল বালা, অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার, অধ্যাপক ড. শামীমা বেগম, সহকারী অধ্যাপক আরিফুল আবেদ প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!