• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকারি চাকরির বয়স ৩৫ করার দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০২০, ০৫:১৪ পিএম
সরকারি চাকরির বয়স ৩৫ করার দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা

ফাইল ছবি

ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের কর্মী ও সমর্থকরা অবস্থান কর্মসুচিতে অংশ নেন । তারা চাকরি প্রাত্যাশীরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি দাবি জানান। 

তারা বলেন, প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের বহু দেশেই সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫-৪০ রয়েছে কিন্তু আমাদের দেশেই এখানো এটা করা সম্ভব হচ্ছেনা। বক্তারা বলেন,আমাদের দেশের শিক্ষাঙ্গনের সেসনজোটসহ নানান সমস্যার কারনে শিক্ষার্থীদের লেখা পড়া শেষ করতেই চলে যায় ২৮-২৯ বছর। 

মানববন্ধনে অংশ নিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ এর আহবায়ক সোনিয়া চৌধুরী বলেন, উন্নত বিশ্বে তাদের জনগণকে জনশক্তিতে রূপান্তরের ক্ষেত্রে বয়সের কোনো সীমারেখা নির্দিষ্ট করে দেয়া হয়নি। পার্শ্ববর্তী দেশসহ উন্নত দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা আমাদের দেশের তুলনায় অনেক বেশি। কোনো কোনো দেশে অবসরের আগের দিন পর্যন্ত চাকরিতে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। আমরাও সেই সুযোগটুকু চাই। বয়স ৩০ হয়ে গেলেই কেউ যদি সরকারি চাকরিতে যোগ দেয়ার অযোগ্য হয়ে যান, তাহলে বয়স ৭০ কিংবা ৭৫ হয়ে গেলে তিনিও মন্ত্রী কিংবা এমপি হয়ে দেশ পরিচালনার অযোগ্য। ভারতসহ বিশ্বের সব সভ্য রাষ্ট্র যদি চাকরিতে প্রবেশের বয়স ৩৫-এর অধিক রাখতে পারে তাহলে বাংলাদেশকেও রাখতে হবে।

সোনালীনিউজ/এসআই/এমএএইচ

Wordbridge School
Link copied!