• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরফরাজের মামা চাইছেন ভারত জিতুক, ভাগ্নে ভালো খেলুক


ক্রীড়া ডেস্ক জুন ১৬, ২০১৯, ০১:৪০ পিএম
সরফরাজের মামা চাইছেন ভারত জিতুক, ভাগ্নে ভালো খেলুক

ঢাকা : ভদ্রলোক ১৯৯৫ সাল থেকে উত্তরপ্রদেশের ইটাওয়ার ভীমরাও আম্বেদকর কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। একেবারে সাদা-মাটা জীবন যাপন করেন। মধ্যবিত্তের ভিড়ে মিশে থাকা একজন মানুষ। তাই তাঁকে খুঁজে বের করা কিন্তু সহজ কাজ ছিল না। কিন্তু মাহমুদ হাসানের শিকড় অনেকদূর পর্যন্ত বিস্তারিত। দেশভাগের পর অনেক মানুষেরই আত্মীয়-পরিজন গিয়েছেন সীমান্তের ওপারে। মাহমুদ হাসান তেমনই একজন।

সম্পর্কে তিনি পাকিস্তানের অধিনাক সরফরাজ আহমেদের মামা। ভাগ্নের প্রতি তাঁর ভালোবাসা অগাধ। কিন্তু সেটা দেশের প্রতি আনুগত্য ছাপিয়ে যায়নি। মাহমুদ হাসান তাই আজ ভারত-পাকিস্তান ম্যাচে দেশের হয়েই গলা ফাটাবেন। তবে তাঁর একটা চাওয়া রয়েছে। মাহমুদ বলছিলেন, 'সরফরাজ যেন এই ম্যাচে ভালো পারফর্ম করে। তাহলে ওর অধিনায়কত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তবে আমি মন-প্রাণ থেকে চাই এই ম্যাচে যেন ভারতই জেতে। আমাদের দলে অনেক ভালো ভালো ক্রিকেটার রয়েছে। এই ম্যাচে আমরা জিতবই।'

পাকিস্তান দলের সাম্প্রতিক ফর্ম নিয়ে তাঁর জানা আছে। সরফরাজের মামা বলছিলেন, 'ওদের দলে ভালো ভালো বোলার রয়েছে। তবে বোলাররা রোজ রোজ ম্যাচ জেতাবে না। ওদের ব্যাটিং লাইনআপ খেলতে পারছে না। ব্যাটসম্যানদের রান করতে হবে। পাকিস্তানের ক্রিকেটাররা সবরকমের চাপের মুহূর্ত সামলানোর জন্য প্রস্তুত নয়। ভারতীয় দল এবারও বিশ্বকাপ জয়ের যোগ্য দাবিদার। আমরাই এবার কাপ ঘরে আনব। সরফরাজ আমার ভাগ্নে। আমি তো চাইব ও সব ম্যাচে সেঞ্চুরি করুক।'

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!