• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
করোনাভাইরাসে আক্রান্ত

সস্ত্রীক পবিপ্রবি উপাচার্যকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে


পবিপ্রবি প্রতিনিধি জুলাই ১৪, ২০২০, ১১:১৯ এএম
সস্ত্রীক পবিপ্রবি উপাচার্যকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে ঢাকায় আনা হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, অধ্যাপক ড. হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে পটুয়াখালী থেকে ঢাকায় আনা হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। মারা গেছেন দুই হাজার ৩৯১ জন। সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন।

আক্রান্তদের মধ্যে বিপুলসংখ্যক চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন। মৃতদের মধ্যেও রয়েছেন অনেক চিকিৎসক।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!