• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাংবাদিককে অপমান করে বিপাকে আফ্রিদি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৭, ২০১৬, ১০:৪১ পিএম
সাংবাদিককে অপমান করে বিপাকে আফ্রিদি

সোনালীনিউজ ডেস্ক


সংবাদ সম্মেলনে এক টিভি সাংবাদিককে অপমান করায় পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদির ওপর চটেছেন সাংবাদিকরা। নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন করায় ওই সাংবাদিককে একহাত নেন আফ্রিদি।

আসন্ন নিউ জিল্যান্ড সফরকে সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করছে পাকিস্তান দল। সেখানে এক সংবাদ সম্মেলনে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।
 
এক সাংবাদিক আফ্রিদিকে প্রশ্ন করেন, পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়কদের মতো আপনার রেকর্ড খুব ভালো নয়। আপনার কি মনে হয়, দলকে নেতৃত্ব দেওয়ার ধরনে পরিবর্তন আনা উচিত?
 
এই প্রশ্নের উত্তরে আফ্রিদি বলেন, আমি আপনার কাছ থেকে তুচ্ছ একটি প্রশ্নই আশা করেছিলাম।
 
আফ্রিদির এমন আচরণে ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ করে তাকে ক্ষমা চাইতে বলে সাংবাদিকরা। বিষয়টি নিয়ে ক্রিকেট অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, খারাপ পারফরমেন্টের কারণে আফ্রিদি মেজাজ হারিয়েছেন। একটা জাতীয় দলের অধিনায়কের কাছ থেকে এমন আচরণ কোনভাবেই কাম্য নয়।

 

Wordbridge School
Link copied!