• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাংবাদিকদের ঘাড়েও দায় চাপালেন মুমিনুল


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৪, ২০১৯, ০৮:৫১ পিএম
সাংবাদিকদের ঘাড়েও দায় চাপালেন মুমিনুল

ঢাকা : ভারতীয় পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। লিটন-মুশফিকুর একাধিকবার জীবন পেয়েও নিজেদের ইনিংসকে বড় করতে পারেননি। স্বাভাবিকভাবেই মুমিনুল হকের দিকে প্রশ্ন উড়ে গিয়েছিল ভারতীয় পেসের সামনে কী ভীত ছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা? উত্তর দিতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক জানিয়ে দিলেন সাংবাদিকরাই চাপ বাড়িয়ে দেন।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইন্দোরে শুরু হওয়া প্রথম টেস্টে ভারতীয় পেসে রীতিমতো কাবু হয়ে যায় বাংলাদেশ। ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদবদের বলে ধুঁকতে থাকেন মুশফিকুর রহিমরা। হাঁসফাঁস করতে থাকা বাংলাদেশ ৫৮.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে।

কেন এমন ব্যর্থতা? মনস্তাত্ত্বিকভাবে ভারতীয় বোলিং আক্রমণ খেলতে কতটা তৈরি ছিলেন ব্যাটসম্যানরা। মুমিনুল এই প্রশ্নের উত্তরে ব্যাখ্যা দিয়ে বোঝালেন প্রতিপক্ষের শক্তি নিয়ে বারবার প্রশ্ন করে চাপ দেয় সংবাদমাধ্যম, ‘মানসিকভাবে প্রস্তুত হয়েই নেমেছি। আমি যদি একটা কথা বলি আপনাদের কাছে হয়ত হাস্যকর লাগবে। যে কোনও সিরিজ শুরু করার আগে আপনাদের একটা বড় ভূমিকা থাকে। কথাটা হয়তো আমার বিরুদ্ধে আসতে পারে। আপনারা অন্য ভাবে নেবেন না। আফগানিস্তানের সঙ্গে যখন খেলি আপনারা এমনভাবে প্রশ্ন করেন যে রশিদ খান আছে এই আছে সেই আছে। জিনিসটা যতই চিন্তা না করেন আপনার মাথায় ঢুকবে। এভাবে কঠিন হয়ে যায় (খেলা)। তবে আমাদের মানসিকভাবে আরও শক্ত হতে হবে।’

আন্তর্জাতিক পর্যায়ে মাঠের ক্রিকেট খেলার পরও সাংবাদিকদের প্রশ্নে কেন চাপ আসে সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি,  ‘আপনারা প্রশ্ন যেই করেন উত্তর আমাকেই দিতে হবে। মাঝে মাঝে হয় যে আপনি যে প্রসঙ্গ (প্রতিপক্ষের শক্তি) আনেন আমি হয়তো চিন্তা করিনি আগে ওটা। মানুষের মনটাই এমন কিছু ঢুকিয়ে দিলে ভাবনা চলে আসে। তবে একমত আমার বা সবার আরও বেশি শক্ত হতে হবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!