• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাইবার নিরাপত্তার ঝুঁকিতে ‘হুয়াওয়ে’


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক জানুয়ারি ২৮, ২০২০, ০১:২৬ পিএম
সাইবার নিরাপত্তার ঝুঁকিতে ‘হুয়াওয়ে’

ঢাকা : চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের চেয়ে নিজেদের প্রযুক্তি পণ্যকে খুব কম প্রতিষ্ঠানই ভালো বলে উদাহরণ হিসেবে হাজির করেন।

বিদেশি টেলিকম সামগ্রীর অখ্যাত আমদানিকারক থেকে বহুজাতিক এই কোম্পানি বিশ্বের সর্ববৃহৎ পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সরঞ্জামের প্রস্তুতকারীর জায়গা দখল করে নিয়েছে।

চীনা এই কোম্পানির প্রযুক্তি পণ্য নির্মাণের দক্ষতা অন্যান্য দেশকে চিন্তায় ফেলেছে। অনেকে বলছেন, গুপ্তচরবৃত্তি এবং সাইবার অন্তর্ঘাতে চীনের পক্ষে কাজ করতে পারে এই কোম্পানি।

এছাড়া এই কোম্পানির তৈরি প্রযুক্তি বিপদেও ফেলতে পারে। পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের জন্য যেসব যন্ত্রাংশ হুয়াওয়ে তৈরি করছে, সেসবের মাধ্যমে সেই নেটওয়ার্কের সবকিছুর ওপর নজরদারি করা যায়।

কে, কাকে, কখন, কোন জায়গা থেকে ফোন করছে এবং কোন রুটে ডাটা পাঠানো হচ্ছে- এমন সবকিছুই দেখা যায় হুয়াওয়ের নেটওয়ার্কে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!