• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিব-তামিমকে ছাড়া মাহমুদউল্লাহর অন্য চ্যালেঞ্জ


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২, ২০১৮, ০৯:৩৯ পিএম
সাকিব-তামিমকে ছাড়া মাহমুদউল্লাহর অন্য চ্যালেঞ্জ

ঢাকা : নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ। তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ দলকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ। চোটের কারণে এই দুজন খেলতে পারছেন না। বলা হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেট পঞ্চপাণ্ডবের ওপর অধিকতর নির্ভরশীল। এঁরা হলেন, মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ। পাঁচজনের মধ্যে দু’জন থাকছেন-মুশফিক ও মাহমুদউল্লাহ। মাশরাফি তো অনেক আগে থেকেই টেস্ট খেলেন না।

তামিম সন্দেহাতীতভাবে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। আর যে কোনও দলের জন্যই সাকিব সম্পদ। শনিবার দেশের অষ্টম টেস্ট ভেুন্য হিসেবে সিলেটের পরিচয় ঘটতে যাচ্ছে। আর সেই শুভালগ্নে নেই তামিম-সাকিব নামের দুই মহিরুহ। ওয়ানডে সিরিজের মতো টেস্ট সিরিজেও বাংলাদেশ দলে রয়েছে অভিজ্ঞতার ঘাটতি। ১৫ সদস্যের দলে ১০ জনের সম্মিলিত টেস্ট খেলার সংখ্যা মুশফিকের মোট টেস্টেরও ১৪ ম্যাচ কম। ১০ জন মিলে খেলেছেন ৪৮ টেস্ট, মুশফিক একাই খেলেছেন ৬২ টেস্ট। নাজমুল হোসেন, আবু জায়েদ দুজন মিলে খেলেছেন তিন টেস্ট। মোস্তাফিজেরও টেস্ট সংখ্যা ১০ পার হয়নি। লিটনও তা-ই। মিরাজ একটু এগিয়ে, খেলেছেন ১৪ টেস্ট।

অভিজ্ঞতার ঘাটতি রয়েছে প্রচুর। সেই ঘাটতি কিভাবে পূরণ করবেন মাহমুদউল্লাহ? অধিনায়ক বলে গেলেন,‘ সাকিব সব সময় আপনাকে ওই ভারসাম্যটা এনে দেয়। সাকিব যেহেতু নেই তাই আমাদের অতিরিক্ত একজন ব্যাটসম্যান বা বোলার নিয়ে খেলতে হবে। সাকিব থাকলে দলের ভারসাম্য নিয়ে বেশি চিন্তা করতে হয় না।’

এরপরই আশার দিকটা দেখাতে চাইলেন, ‘এখন যেটা সব থেকে বড় সুযোগ, বারবার এ কথাটা বলি; এটা তরুণদের জন্য এবং আমাদের সবার জন্য দারুণ একটা সুযোগ। যেন আমরা ভালো পারফর্ম করতে পারি। তামিম-সাকিব যেহেতু নেই সবার জন্য এটা সমান সুযোগ। আমার জন্যও তা-ই। আমরা ওই সুযোগটিকে কীভাবে দেখছি, কতটুকু উদ্গ্রীব হয়ে আছি পারফর্ম করার জন্য...এই চ্যালেঞ্জগুলো আমাদের নিতে হবে। খেলোয়াড়রা সবাই সুযোগের অপেক্ষায় আছে, সবাই ভালো পারফরম্যান্সের জন্য অপেক্ষায় আছে।’

প্রথম টেস্টে নাজমুল ইসলাম বা মোহাম্মদ মিঠুনের যে কোনও একজনের অভিষেকের সম্ভাবনা রয়েছে। মাহমুদউল্লাহ বললেন,‘ আমার মনে হয় ওরা যেভাবে খেলছে, টেস্ট দলে তাদের একটা সুযোগ প্রাপ্য। অপু-মিঠুন দুজনই সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মে আছে। ওই আত্মবিশ্বাসটা যদি টেস্ট ক্রিকেটে নিয়ে আসতে পারে, তাহলে ভালো পারফর্ম করবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!