• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাকিব-তামিমদের কটরেলের স্যালুট দেওয়ার রহস্য কী?


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০১৮, ০৭:৩১ পিএম
সাকিব-তামিমদের কটরেলের স্যালুট দেওয়ার রহস্য কী?

ঢাকা : সামরিক কায়দায় স্যালুট দিয়ে ভাইরাল হয়েছিলেন সাকিব আল হাসান। এই কাজটি তিনি করেছিলেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে আউট করে তাঁকে স্যালুট দিয়েছিলেন সাকিব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেল উইকেট পেলেই স্যালুট দেন। সোমবার সিলেটে তিনি ৪ উইকেট তুলে নিয়েছেন। টি-টোয়েন্টিতে এটাই তাঁর ক্যারিয়াসেরা বোলিং।

কটরেলের শিকারে পরিণত হয়ে একে একে ফিরে গেছেন তামিম ইকবাল, সাকিব, সৌম্যর মতো ব্যাটসম্যানরা। আর প্রত্যেকবারই তিনি স্যালুট দিয়েছেন। কিন্তু কেন? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সেই রহস্য ভেদ করে কটরেল জানিয়েছেন, তিনি জ্যামাইকার সামরিক বাহিনীর সৈনিক,‘স্যালুটটা এসেছে আসলে...আমি জ্যামাইকান ডিফেন্স ফোর্সের সৈনিক। সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এটি একটা উপায়। জানি আমি একটা আন্তর্জাতিক দায়িত্ব পালন করছি। কাজেই কৃতজ্ঞতা প্রকাশের এটা একটা উপায়।’

উপমহাদেশে লম্বা সফর শেষে ক্যারিবীয় খেলোয়াড়েরা দেশে ফিরতে ব্যাকুল। দেশে ফিরে তারা বড় দিনের উৎসব করতে চান। তবে তার আগে চাই বছরের শেষ সিরিজে জয়। কটরেল বলছেন,‘আমরা পরের দুটি ম্যাচেও এই ছন্দ টেনে নিতে চাই। দলে এটাই আলোচনা হচ্ছে। আরও কিছু ম্যাচ জিততে চাই। এই ম্যাচটা পরের দুই ম্যাচের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম হয়ে থাকল।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!